ভারতের বাংলা ও হিন্দি ছবির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় একুশের প্রথম প্রহরে কুষ্টিয়া জেলার শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। সঙ্গে শহীদ মিনারে তোলা ছবিও পোস্ট করেন।
স্ট্যাটাসে পরমব্রত লিখেছেন, ''আমি বাংলায় গান গাই..। এই প্রথম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে অংশগ্রহণ করলাম! নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তার সঙ্গে গর্বিতও।''
কুষ্টিয়ায় 'ভুবন মাঝি' ছবির কাজ করছেন পরমব্রত। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন তিনি। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি পরিচালনা করছেন ফাখরুল আরেফিন। এতে পরমব্রতর সহশিল্পী অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ