বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত মুভি 'নীরজা'য় সোনম কাপুরের পারফরম্যান্সে দর্শকরা এককথায় মুগ্ধ। তবে ভিন্ন কথা তার বাবা অভিনেতা অনীল কাপুরের। অভিনয়ের ক্ষেত্রে সোনমকে আরো উন্নতি করতে হবে বলে অনীলের অভিমত। আইএএনএস'র সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
অনীল কাপুর বলেন, 'কেউ বিশ্বে সেরা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেন কিন্তু তাকে শেখা অব্যাহত রাখতে হবে, সোনমের বেলায়ও ব্যাপারটি একইরকম। মুভিটিতে পারফরম্যান্সের জন্য সে কতটুকু প্রশংসা পেলো ও কে কী বললো তা গুরুত্বপূর্ণ নয়, বরং তাকে এখনো অারো অনেক উন্নতি করতে হবে।' 'নীরজা'য় সোনমের সাফল্যে তার পরিবারে বেশ উচ্ছ্বাস বিরাজ করছে বলেও উল্লেখ করেন অনীল কাপুর।
পাকিস্তানের করাচি বিমানবন্দরে ১৯৮৬ সালে প্যান অ্যামের মুম্বাই-নিউইযর্ক 'ফ্লাইট ৭৩' ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইয়ের সময় 'নীরজা ভানোট' নামে বিমানটির একজন সেবিকা সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান। ফ্লাইটের যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়। এই ঘটনার উপর ভিত্তি করেই মুভিটি তৈরি করা হয়েছে। অার সেই নীরজার চরিত্রেই অভিনয় করেছেন সোনম।
রাম মাধভানি পরিচালিত মুভিটি গত ১৯ ফেব্রুয়ারি মুক্তি পায়। মুভিটি পাকিস্তানের সেন্সর বোর্ডে জমা দেয়ার আগেই সেখানে এটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মুভিটিতে দেশটিকে দুর্বল আলোতে দেখানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় বলে দাবি।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ