চলতি মাসের শুরুর দিকে গুজরাটে রাজ্যের শুটিং হয়েছে শাহরুখ খান ও মাহিরা খান অভিনীত নতুন মুভি 'রাইস'র। সেখানে শুটিং শেষ করে মুুভিটির পুরো সেট এখন আস্তান গেড়েছে মুম্বাইয়ে। শহরটিতে শুটিং সেটের একটি দৃশ্যে অনস্ক্রিন লাভ মাহিরাকে নিজের গাড়িতে করে লিফট দিতে দেখা গেছে শাহরুখকে। তবে মুম্বাইয়ের সুরাতে তারা বেশিক্ষণ শুটিং করতে পারেননি কারণ শাহরুখের ভক্তরা শুটিং স্পটে এসে মারাত্মক ভিড় করছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ