সারা পৃথিবী যখন প্রযুক্তির পেছনে ছুটছে, তিন বছরের শিশুও দিনের অনেকটা সময় ভিডিও গেম খেলে কাটাচ্ছে, ঠিক তখন জানা গেল খ্যাতিমান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স কম্পিউটার ব্যবহারই করতে জানেন না। আর এ কথা তিনি নিজের মুখেই জানিয়েছেন।
৩৫ বছর বয়সি ব্রিটনি বলেন, ''সবাই কি অবলিলায় স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ব্যবহার করে, কিন্তু এ ব্যাপারগুলোতে আমার একেবারেই হাত পেকে ওঠেনি। আমি মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করি না এগুলো ব্যবহার করতে। সত্যি বলতে কী আমি কম্পিউটার ব্যবহার করতেই পারি না। আমার দুই ছেলে দশ বছর বয়সী শন আর নয় বছরের জেডেন কম্পিউটার ব্যবহারে অনেক দক্ষ। আর আমি এখনো হাতে লিখতেই পছন্দ করি। এই সব টেকনোলজি আমার জন্যে নয়।''
'বেবি ওয়ান মোর টাইম' স্টুডিও অ্যালবাম দিয়ে প্রায় ১৭ বছর আগে সঙ্গীতাঙ্গণে ঝড় তোলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। প্রথম অ্যালবাম দিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ফ্যাশন পত্রিকা 'ভি ম্যাগাজিন' তাদের প্রথম সংস্করণে প্রকাশ করেছিল ব্রিটনির ছবি। এ বছর ৮ মার্চ প্রকাশিত হচ্ছে সেই কাগজের ১০০ তম সংখ্যা, যার তিনটি প্রচ্ছদে এবারেও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংগীত জগতের অন্যতম তারকা ব্রিটনির নাম।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ