হলিউডের জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচ'এ অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। জনপ্রিয় এই টিভি সিরিজটির বড় পর্দার সংস্করণ 'বেওয়াচ'এ অভিনয় করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। মুভিটির শুটিং ইতোমধ্যে মিয়ামিতে শুরু হয়েছে। এর মধ্যেই 'বেওয়াচ'র রিমেক তৈরির খবর এলো। এতে অভিনয়ের জন্য তার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল সংশ্লিষ্টরা। তবে অভিনয় করবেন কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি পামেলা৮]। 'ফিমেল ফাস্ট ' ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
১৯৯২ থেকে ১৯৯৭ এই সময়ে 'বেওয়াচ' টিভি সিরিজ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এর বড় পর্দার রিমেকে পামেলা 'ওল্ড লেডি' হতে চান না বলে খবরে বলা হয়।
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ