সম্পর্ক না থাকায় রণবীর কাপুরের বাংলো যে ক্যাটরিনা ছাড়বেন তা স্বাভাবিক ছিল। আর সেটাই করেছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু আসল খবর অন্য। ক্যাটকে নতুন বাড়ি খুঁজে দিতে কে সাহায্য করছেন জানেন? তিনি রেশমা শেট্টি। সালমান খানের সেক্রেটারি!
গত রবিবারই দু’জনকে একসঙ্গে দেখা গেছে। মুম্বাইয়ের বান্দ্রায় বেশ কয়েকটি বাড়ি দেখেছেন তাঁরা। কিন্তু কোন বাড়ি এখনও তাঁদের পছন্দ হয়নি। এমনিতেই বলিউডে কেউ সমস্যায় পড়লে সাহায্যে এগিয়ে আসেন সালমান খান। আর ক্যাটরিনার ক্ষেত্রে যে ভাইজান একটু বেশিই স্পর্শকাতর হবেন, সে আর আশ্চর্য কী?
তবে কি ‘সিলভার স্যান্ডস’-এর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে শেষে কি খান-বাংলোতেই গিয়েই উঠবেন নায়িকা? এমন জল্পনায় ঘুরছে বলি-মহলের আনাচে-কানাচে।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৬/মাহবুব