বিরল প্রজাতির কৃষ্ণহরিণ হত্যা মামলায় জবাববন্দি দিতে আজ রাজস্থানের যোধপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন্স বিচারিক আদালতে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। নিজের মেয়াদোত্তীর্ণ অস্ত্র দিয়ে ১৯৯৮ সালে দুটি কৃষ্ণহরিণ মারার দায়ে একই বছর অস্ত্র আইনে একটি মামলা হয়েছিল সালমানের বিরুদ্ধে। এই মামলায় নিজের বয়ান দিতেই আজ আদালতে হাজির হচ্ছেন এই অভিনেতা। খবর ইন্ডিয়া টুডে'র
একই মামলায় গত বছরের ২৯ এপ্রিল যোধপুর আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন সালমান। জবাববন্দি রেকর্ড করার জন্য সম্প্রতি অাদালত সালমানকে তলব করে। এর প্রেক্ষিতেই তার আজ আদালতে হাজির হওয়া।
মামলায় দোষী প্রমাণিত হলে সালমানের সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে। এই মামলায় ইতোমধ্যে ২০০৬ সালের এপ্রিলে ও পরে ২০০৭ সালের আগস্টে যোধপুর জেলে কিছুদিন কাটিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ