রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবি ট্রেলার প্রকাশ হয়েছে। এর দৈর্ঘ্য ৬মিনিট চার সেকেণ্ড। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ মার্চ।
‘ভোলা তো যায় না তারে’ ছবিতে অভিনয় করেছেন নিরব, তানহা। আরও আছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। পরিবেশনায় টিওটি ফিল্মস।
'ভোলা তো যায় না তারে' ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন:
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৬/ রশিদা