ছবিটি দেখে অনেকের কাছেই খটকা লাগতে পারে। মনে হতে পারে এই ব্যক্তিটি আবার কে? তিনি কি সত্যি জায়েদ খান? হ্যাঁ, তিনি আমাদের ঢালিউডের জায়েদ খান। কাহিনীর চরিত্রের প্রয়োজনে অনেককেই নিজের গেট-আপ ও লুক-আপ পাল্টাতে হয়। জায়েদের ক্ষেত্রেও হয়েছে তাই। সবকিছু ঠিক থাকলে মালেক আফসারির 'অন্তর জ্বলে' ছবিতে এরকম গেট-আপে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে রয়েছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। গতবছর 'ভালোবাসা সীমাহীন' ছবিতে বেশ ভালো ভাবেই দর্শকরা এই জুটিকে গ্রহণ করেছিল। এ ধারাবাহিকতায় যোগ হতে যাচ্ছে 'অন্তর জ্বলে' ছবিটি।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, বর্তমানে পিরোজপুরে শুটিং করছি। চরিত্রের প্রয়োজনে শারীরিক অনেক পরিবর্তন করতে বাধ্য হয়েছি আমি। তাছাড়া আফসারি ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করা সত্যি আনন্দের। এছাড়া, আমার সঙ্গে জুটিবেধে রূপালী জগতে পা রেখেছিলেন পরী। আর তাকেই আরও একবার সহ-অভিনেত্রী হিসেবে পাচ্ছি। জায়েদ খান আরও বলেন, আফসারি ভাইয়ের নির্দেশে চুলও বড় করতে হয়েছে। একদম ন্যাচারাল লুকে দেখা যাবে আমাকে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/রাসেল/মাহবুব