গত একবছর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী পরীমণি। চেষ্টা করেছেন ছুটে যেতে সেখানেই, যেখানে তার ছবি মুক্তি পেয়েছে। এবার হয়তো তাকে দেখা যাবে শিল্পকলা একাডেমিতে। কারণ 'মহুয়া সুন্দরী' ছবিটি প্রদর্শিত হবে শিল্পকলা একডেমির চিত্রশালা মিলনায়তনে।
পরিচালক রওশন আরা নিপা পরিচালিত ও পরীমণি অভিনীত মহুয়া সুন্দরী ছবিটি আগামী ১৪, ১৫ এবং ১৬ মার্চ প্রদর্শিত হবে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে।
এই প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, চিত্রশালা মিলনায়তনে ছবিটির প্রদর্শনের কথা শুনে উচ্ছ্বসিত আমি। এই উপলক্ষে আজ রবিবার সন্ধ্যা ৭টা থেকে সরাসরি থাকছি আমার ফ্যান পেজ এ। ছবিটি নিয়ে সরাসরি কথা বলব দর্শকদের সাথে, ভক্তরা করতে পারবেন যে কোন প্রশ্ন।
অন্যদিকে, পরিচালক নিপা বলেন, বাণিজ্যিকভাবে সফল হওয়ার পর শিল্পকলায় ছবি প্রদর্শন করা সত্যি আনন্দের। আশা করি, এটি একটি নতুন দিক উন্মোচন করবে। শিল্পকলার দর্শকরাও একে সাদরে গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি।
উল্লেখ্য, ছবিটি প্রদর্শিত হবে আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ ঢাকার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায়।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব