ক্যামেরা দেখলেই লুকোচ্ছেন মালাইকা। কেন? যদি, ফের আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে কোন প্রশ্ন শুনতে হয়। মোটামুটি নিজের ফ্ল্যাটেই বেশি সময় কাটাচ্ছেন মালাইকা। কিন্তু এমন এমন পরিস্থিতি আসে যেখানে ঘরে বসে থাকা যায় না। আর সেই বাইরের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লেন মালাইকা আরোরা খান। গাড়ির পিছনে মুখ ঢাকার চেষ্টা করলেও ধরা পড়ে গেলেন ক্যামেরায়।
‘কি অ্যান্ড কা’-এ স্পেশাল স্ক্রিনিং-এর পর একটি ডিনার পার্টি রেখেছিলেন করিনা কাপুর। যাতে নিমন্ত্রিত ছিলেন করণ জোহর, করিশমা কাপুর থেকে মালাইকা ও তাঁর বোন অমৃতা। মালাইকার পিছন পিছন হাজির হয়েছিল সাংবাদিকরা। ডিনার শেষে করণ-মালাইকা ও করিশমা একই গাড়িতে ওঠেন। ক্যামেরা দেখে গাড়ির পিছনের সিটে আড়াল হতে যান মালাইকা। কিন্তু, তারপরও সাংবাদিকের ফটো তুলা থেকে বিরত রাখতে পারেননি এই অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব