ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী আদনান সামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের গুণী কণ্ঠশিল্পী রুনা লায়লা। এর আগে বলিউড অভিনেতা সালমান খান ও তার বাবা সেলিম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন রুনা লায়লা। 'দাদা সাহেব ফালকে পুরস্কার' প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে গিয়েছেন। এরই ফাঁকে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামির বাসায় যান উপমহাদেশের এই গুণী কণ্ঠশিল্পী। ওই সময় সামির স্ত্রী রয়াও উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে আদনান সামি ও তার স্ত্রী রয়ার সঙ্গে তোলা দুটি ছবি নিজের ফেসবুকে পেজে পোস্ট করেন রুনা লায়লা। স্ট্যাটাসে তিনি লিখেন, 'বহুমুখী প্রতিভাধর শিল্পী আদনান সামির বাসায় ডিনার করলাম। সঙ্গে তার স্ত্রী রয়াও ছিল।'
চলতি বছর চলচ্চিত্র জগতে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা 'দাদা সাহেব ফালকে' বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের জননন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি অবগত করেন। আগামী ৩০ এপ্রিল দিল্লীতে রুনা লায়লার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ