নতুন রেকর্ড গড়লেন অমিতাভ বচ্চন। বলিউডের প্রথম সেলিব্রিটি হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ২ কোটি ছাড়াল তাঁর ফলোয়ার সংখ্যা।
এ ক্ষেত্রে বলিউডের একাধিক সুপারস্টারকে পেছনে ফেলেছেন বলিউড মেগাস্টার। অমিতাভের পরই রয়েছেন শাহরুখ খান (১.৮ কোটি), আমির খান (১.৭ কোটি), সালমান খান (১.৬৮ কোটি) এবং প্রিয়াঙ্কা চোপড়া (১.৩২ কোটি)।
২ কোটি ফলোয়ার সংখ্যার মাইলস্টোনে পৌঁছনোর খবর এ দিন নিজেই ঘোষণা করেন অমিতাভ। লেখেন, ‘‘২০ মিলিয়ন!! সকলকে ধন্যবাদ! এবার লক্ষ্য ৩০ মিলিয়ন! আপনাদের সময় শুরু হচ্ছে এখন!’’
প্রসঙ্গত, ২০১০ সালের মে মাসে টুইটারে আত্মপ্রকাশ করেন অমিতাভ। এ পর্যন্ত ৪৮ হাজার টুইট করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব