ফের খবরের শিরোনামে বলিউডের হার্টথ্রব সানি লিওন। কিন্তু এবার একটু ভিন্নরূপে। প্রায় সাংবাদিকরা তাকে অতীত নিয়ে খোঁচা দিয়ে থাকেন, যা মুখ বুঝে সহ্যও করেন সানি। কিন্তু এবার আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না সাবেক এই পর্নস্টার। সাংবাদিকের অশ্লীল প্রশ্নের জবাবে গালে চড় মারলেন সানি।
"নাইট প্রোগ্রামে" কত চার্জ করেন সানি? গুজরাটের সুরাটে সানিকে এই প্রশ্নই করেন এক সাংবাদিক। উত্তরে সবার সামনেই সাংবাদিকের গালে চড় কষেন সানি।
গত বৃহস্পতিবার হোলির উৎসবে সামিল হতে গুজরাটের সুরাটে এসেছিলেন সানি। 'প্লে হোলি উইথ সানি লিওন'-এই অনুষ্ঠানের প্রধান অতিথিই ছিলেন তিনি। হোটেলে ঢোকার মুখেই সাংবাদিকের অশ্লীল প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। রেগে যান সানি। কিন্তু পেশাদারিত্ব থেকে পিছপা হননি সানি। হোটেল রুম থেকে বেড়িয়ে এসে ১৫ মিনিটের একটি পারফরম্যান্সও করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব