ফেসবুক নিয়ে ভীষণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন জনপ্রিয় অভিনেতা সজল। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহ ধরে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার জন্য নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তিনি।
অ্যাকাউন্ট খোলার পর থেকে বেশ কয়েক বছর ধরে স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যবহার করে আসছিলেন সজল। কিন্তু তার একই নামে কয়েকটি ফেসবুক আইডি খুলে বিগত বেশ কয়েকদিন ধরে নানা ধরনের আপত্তিকর স্ট্যাটাস দিয়ে আসছেন কেউ একজন।
বিষয়টি অবগত হওয়ার পর সজল বলেন, আমার নামে ১০/১২টি আইডি আছে, সব ভুয়া। কোনটির সঙ্গেই আমার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। এই নকল আইডিগুলোর সঙ্গে কারও বন্ধুত্বের ব্যাপারে আমার কোনো দায় নেই। আমার আসল আইডি লিংক (https://www.facebook.com/abdun.noorshajal?fref=ts)। আমার ভক্ত ও বন্ধুদের সব ভুয়া আইডি থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। এদিকে প্রায় ৫ বছর পর আবারও এমএসপি নামের একটি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে বিজ্ঞাপনে কাজ করেছেন সজল।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব