কারিনা কাপুরের অভিমান হয়েছে। কারণ বলিউডে নাকি একটা ছবি দিয়েই তাকে বিচার করেন দর্শকরা। তবে সেটি কোন ছবি সে বিষয়ে মুখ খোলেননি বেবো।
সামনেই মুক্তি পাবে কারিনার ‘কি অ্যান্ড কা’। তারই প্রচারে গিয়ে এসব কথা বলেন নায়িকা। তিনি বলেন, ‘‘সকলে আমাকে একটা ছবি দিয়ে বিচার করে। কিন্তু আমি তো আরও অনেক ভাল ছবি করেছি।
তিনি আরও বলেন, আমি ক্যারিয়ার নিয়ে অতো চিন্তিত নই। হ্যাঁ, অভিনয় করতে আমি ভালবাসি। তবে এও বলেছেন, বেঁচে থাকলে অন্তত ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় তো করব।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৬/মাহবুব