একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে বরাবরই স্বাবলীল অভিনেত্রী কারিনা কাপুর। কাপুর পরিবারের অারেক সেলিব্রেটি রনবীর কাপুর সম্পর্কে কারিনার কাজিন। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে ক্যাটরিনার ও রনবীরের সম্পর্ক নাকি ভেঙ্গে গেছে। যদিও এ ব্যাপারে কারো কাছ থেকেই কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যাহোক, ক্যাটরিনা ও কারিনার বন্ধুত্বের কথা কমবেশি সবারই জানা। রনবীর ইস্যুতে ক্যাটরিনার সঙ্গে এ বন্ধুত্বে ফাটল ধরেছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল কারিনার কাছে। তাদের মধ্যকার সম্পর্ক মানে বন্ধুত্ব এর ফলে একটু প্রভাবিতও হয়নি বলে জানিয়েছেন কারিনা। দ্য হিন্দুস্থান এক্সপ্রেস এ অভিনেত্রীর বরাত দিয়ে একথা জানায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর রনবীরকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা এমন প্রশ্নও করা হয়েছিল কারিনাকে। তবে কারিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি কারণ তার ভাষায়, 'রবনীর একজন পরিপক্ক ও সংবেদনশীল ব্যক্তিত্ব।' খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ