বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে বিয়ের পর কেটেছে মাত্র কয়েক মাস। এর মধ্যেই মীরা রাজপুতকে নিয়ে বলিউড পাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা। এর মূলে অবশ্য সামাজিক মাধ্যমে তার বিভিন্ন স্টাইলে ছবি পোস্ট। নতুন খবর হলো, শহীদের স্ত্রী সুন্দরী মীরা নাকি বলিউডে পা রাখছেন। যদিও এ ব্যাপারে মীরার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে মুখ খুললেন শহীদের বাবা মীরার শ্বশুড় পঙ্কজ কাপুর।
পঙ্কজের ভাষায়, জীবনাটা মীরার। সে যেটা চায়, সেটাই করতে পারে। ও তো আমার মেয়ের মতোই। ফলে অভিনয় করতে চাইলে আমাদের পরিবার থেকে কোনও বাধা আসবে না। বরং আমরা ওর পাশে থাকবো।'
দেখা যাক, শেষ পর্যন্ত মীরা রাজপুত স্বামীর পদাঙ্ক অনুসরণ করেন কিনা। এমনকি হলে বলিউড নিশ্চিতভাবেই আরেক নবাগতা পাবে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ