৯৪ বছরে পা দিয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। কিন্তু দুর্ভাগ্য জন্মদিনটা তার কেটেছে হাসপাতালের বিছানায়। গত বুধবার সকালে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকালে তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু বলেছেন, ''উনি আইসিইউতে আছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা তাকে দেখতে আসছেন, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একটু উঠে বসতে পারলেই আমরা কেক কাটব। এত শান্তভাবে জন্মদিন এর আগে কখনও কাটেনি তার।''
বেশ কয়েক দিন ধরে পায়ের প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দিলীপ কুমার। ডান পায়ে ব্যথা এবং ফুলে যাওয়ার ফলেই তার জ্বর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি তার শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। প্রত্যেক বারই জন্মদিনে বিশাল পার্টি দেন কিংবদন্তি এই অভিনেতা। সেখানে হাজির থাকেন বলিউডের বড় বড় তারকারা। কিন্তু এ বারের জন্মদিন একেবারেই ব্যতিক্রমী।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব