দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অ্যাক্রস দ্যা বর্ডার’ বিভাগে সেরার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘গোপন দ্যা ইনার সাউন্ড’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশরাফ শিশির। ৩ থেকে ৯ই ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে ওই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটিতে ৬৮ দেশের ২১০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
‘গোপন দ্যা ইনার সাউন্ড’ ছবিটিতে অভিনয় করেছেন কাবেরী রায় চৌধুরী, সুমনা সোমা, ইমরান ইমু, লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সিরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, দীপ, উজ্জ্বল, ফেরদৌস রেজা, রুদ্রনীল, শুভসহ ৪০০ নাট্যকর্মী।
চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। ২০১৫ সালের জুন মাসে ছবিটির শুটিং সম্পন্ন হয়। ছবিটি প্রযোজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক এবং ডিজিসুগার এলএলসি।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা