কম বয়সে পড়াশুনা ছেড়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু এখন তা নিয়ে আফসোস হয় করিনা কাপুরের। আর তার কারণ হল সাইফ আলি খানের পরিবার। তবে কম পড়াশোনা নিয়ে কথা শুনতে হয়, বিষয়টি এমন নয়। সমস্যা হল, সাইফের পরিবার ও বন্ধুরা এতটাই পড়াশোনা জানা যে, নিজের দিকে তাকিয়ে কিছুটা মন খারাপই হয় কারিনার।
২০ বছর বয়সে প্রথম ছবি 'রিফিউজি' তে কাজ করার সময়েই কলেজ ছেড়ে ছিলেন। তখন বয়স ছিল মাত্র ২০। তারপর থেকে আর কলেজে জাননি। এতদিনে সেই সিদ্ধান্তের জন্য নিজেকেই কিছুটা দোষ দিচ্ছেন তিনি। কারিনা বলেন, "আমি এমন এক পরিবারে বড় হয়েছি, সেখানে সিনেমাটাই ছিল সব। উঠতে বসতে, সব সময় শুধু সিনেমা। কিন্তু সাইফের সঙ্গে থেকেই বুঝলাম, পড়াশোনাটাও অনেক বড় ব্যপার। এখন সারা পৃথিবীর নানা লোকের সঙ্গে যখন দেখা হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন মনে হচ্ছে পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেলেই ভাল হত।"
আর মাত্র কয়েকদিন পরেই মা হবেন কারিনা কাপুর। এই বলিউড অভিনেত্রী জানালেন, সাইফ নিজের সন্তানের পড়াশোনার বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস। ছেলে মেয়ে যাতে যথেষ্ট পড়াশোনা করে, নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষা শেষ করে, সেই দিকে সব সময় খেয়াল থাকে তার। সাইফ কারিনার সন্তানের ক্ষেত্রেও সেই নিয়মটা পাল্টাবে না।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১০