বলিউডের বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ হয়ে নিয়ে ভারতের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশকিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না। গ্যাসট্রোএনটেরিটিজের মারাত্মক ব্যাথায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। শরীরে ব্যাথা নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে এখন তিনি চিকিত্সাধীন।
হাসপাতালের চিকিত্সক বিশেষ আগারওয়াল জানিয়েছেন, সোমবার গ্যাসট্রিকের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হন। তার শরীরে ব্যাথা এখনও রয়েছে। তবে তাকে সবসময় নজরে রাখা হয়েছে। চিকিত্সায় এখন তিনি সাড়া দিচ্ছেন। দুদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেনচিকিত্সক।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৬