দীর্ঘ ১৮ বছর সংসারের পর ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মালাইকা আরোরা। তবে নতুন বছরটি তিনি উদযাপন করেছেন প্রাক্তন স্বামী আরবাজের সঙ্গেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাইকার বোন অমৃতা আরোরার পোস্ট করা একটি ছবির মাধ্যমেই মিলেছে এই খবর।
ছবিতে দেখা যাচ্ছে মালাইকা কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে পার্টি করছেন। আর তাদের মধ্যে রয়েছেন আরবাজ খানও।
বিচ্ছেদ করলেও সন্তান ও সামাজিকতার খাতিরে বলিউড প্রাক্তন জুটিদের প্রায় দেখা যায় একসঙ্গে। বলিউডের আলোচিত জুটি হৃত্বিক রোশন-সুজানা খানও নতুন বছর উদযাপন করেছেন সন্তানদের নিয়ে।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা