ভারতের বেঙ্গালুরের শ্লীলতাহানি নিয়ে সোচ্চার বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। অনেকেই দোষীদের শাস্তির দাবি তুলেছেন। তবে এই বলিউড ডিভা আক্রমণ করলেন সমাজকেই। তিনি জানালেন, "একটি মেয়ের উপর শ্লীলতাহানি হচ্ছে। বাকিরা দাঁড়িয়ে মজা দেখছেন। যে শ্লীলতাহানি করল, সে যেমন দোষী, যারা দাঁড়িয়ে দেখল, তারাও নিজেদের দায় এড়াতে পারে না।"
তিনি আরও বলেন, "এই মানুষগুলোই আবার মেয়েদের পোশাক নিয়ে কথা বলে। তারা বলে কিনা মেয়েদের পোশাকের জন্যই নাকি তারা শ্লীলতাহানির শিকার হয়। ভাবতে সত্যিই অবাক লাগে, এতকিছু হচ্ছে দেখেও ভন্ড লোকেরা কোনও প্রতিবাদ করল না? তাদের অপরাধটাই বা কম কোথায়? সবার সম্মিলিত প্রচেষ্টাই এই অপরাধ থামাতে পারে।"
অভিভাবকদের উদ্দেশ্যে আনুষ্কা শর্মা বলেন, "ঘর থেকেই সংস্কার শুরু হোক। নিজের সন্তানকে শেখান কীভাবে মেয়েদের সম্মান করতে হয়। নইলে সেও বাইরের খারাপ শিক্ষা থেকেই প্রভাবিত হবে।"
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৩