নিজেদের ফিট রাখতে গিয়ে রাতদিন নিয়মিত ব্যায়ামাগারে ঘাম ছোটান বলিউডেড় বড় বড় তারকারা। বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরও তার ব্যাতিক্রম নন। তবে সম্প্রতি ব্যায়াম করতে গিয়ে পিঠের মাংসপেশীতে চোট পেয়েছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ব্যায়াম গিয়ে পিঠের মাংসপেশিতে প্রচণ্ড চোট পেয়েছেন আদিত্য। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এখন বিশ্রামে আছেন তিনি। তবে আদিত্য ভক্তদের দুশ্চিন্তার কিছু নেই। ফিজিওথেরাপির বদৌলতে দ্রুতই সেরে উঠছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৭