আজ থেকে ফের শুভ্রা হয়ে গেলেন পরীমণি। লুক থেকে শুরু করে চালচলন সবই বদলে গেল তার। কারণ কাহিনীর চরিত্রটাই যে এরকম। বলছি গিয়াউদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' ছবির কথা। আজ শনিবার থেকে আবারও ক্যামেরা অন হলো 'স্বপ্নজাল'র। সকালে লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে সকালেই রওনা দিয়েছে গোটা ইউনিট। লঞ্চেই শেষ লটের শ্যুটিং করতে করতে চাঁদপুর যাচ্ছে তারা।
ইতিমধ্যে বেশ কয়েকটি দৃশ্যধারণ হয়ে গেছে বলে মুঠোফোনে জানালেন পরীমণি। তিনি বলেন, আবহাওয়া ও চারদিকের পরিবেশ এতটাই মনোরোম যে আনন্দ ভিন্ন রকম মনে হচ্ছে। চারিদিকে কুয়াশা আর পানি একাকার হয়ে গেছে। বাতাসে মিতালি গড়ছে শীতের পাখিরা। এরইমাঝে শ্যুটিং চলছে। এছাড়া যে লঞ্চে শ্যুটিং করছি সেটা ইউনিক একটা লঞ্চ। বলতে পারেন অনেক পুরাতন অ্যান্টিক গোছের।
পরীমণি আরও বলেন, 'স্বপ্নজাল' এর মায়ায় সত্যি সত্যি আবদ্ধ হয়ে পড়েছি। জালে আটকা পড়েছি শুভ্রা চরিত্রটির। চরিত্রের পরিস্ফুটন করতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। কারণ মানসিকভাবে প্রস্তুত হওয়া অনেক বড় একটা বিষয়।
গত বছরের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ক্যামেরা অন হয় এ ছবিটির। প্রায় এক মাস শ্যুটিংয়ের পর অক্টোবরের শেষে গোটা ইউনিট যায় কলকাতায়। টানা ১২ দিন শুটিং হয় সেখানে। কলকাতার বেশ কয়েকটি স্পটে ক্যামেরাবন্দি হয় ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য। সেসময় ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও অংশ নেন। আর আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির তৃতীয় লটের কাজ।
এদিকে, পরীমণি অভিনীত 'কত স্বপ্ন কত আশা' মুক্তি পাবে আগামী শুক্রবার। ওয়াকিল আহম্মেদ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। আরও আছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল ও শতাদ্বী ওয়াদুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা