দীর্ঘদিনের সম্পর্কের পর সুজানা খানের সঙ্গে হৃতিক রোশনের বিয়েটা ছিল রূপকথার গল্পের মতো। কিন্তু রূপকথা সফল হয়নি। বছর তিনেক আগে ভেঙে গেছে বিয়ে।
যদিও হৃতিক-সুজানা এখনো ভাল বন্ধু। ছেলেদের জন্য সব সময় একসঙ্গে হাজির তারা। তবুও বন্ধু সুজানা তো আর স্ত্রী’র জায়গাটা পূরণ করতে পারছেন না। তাই হৃতিক কি ফের বিয়ের কথা ভাবছেন?
সম্প্রতি এ প্রশ্নের উত্তরে হৃতিক যা বললেন, তাতে অবাক বলিউড। নায়কের কথায়, ‘এখন আমি আবার বিয়ে করার কথা আর ভাবি না। আমি সন্তুষ্ট, তৃপ্ত।’ একথা শোনার পর বলিউডের অনেকে বলছেন, বিবাহিত জীবনে এত তিক্ততার মধ্যে ছিলেন হৃতিক যে ফের সম্পর্কে বাঁধা পড়তে চান না। যদিও এ মন্তব্যের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি হৃতিকের থেকে।