বলিউডের জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার নীরাজ ভোরা (৫৩) দুই মাসের বেশি সময় ধরে কোমায় আছেন। গত অক্টোবরে নীরাজ ভোরার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউটি অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) এ ভর্তি করা হয়েছিল। তখন থেকেই কোমায় আছেন নীরাজ।
সম্প্রতি অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে নীরাজকে কার্ডিও-নিউরো টাওয়ারে স্থানান্তরিত করা হয়। তবে এখনো কোমায় আছেন তিনি। এইমসের এক চিকিৎসক জানান, নীরাজের অবস্থার একটু উন্নতি হয়েছে৷ তিনি ভেন্টিলেটরের সাপোর্টে রয়েছেন। এখন তাকে আর আইসিইউ-এ রাখার প্রয়োজন নেই। তবে তিনি এখনও কোমাতেই আছেন। বর্তমানে ন্যাচারাল থেরাপির সাহায্য নেয়া হচ্ছে।
বলিউডের নীরাজের ঘণিষ্ঠ বন্ধু আমির খান ও পরেশ রাওয়াল। তারা নাকি নিয়মিতই নীরাজের খোঁজ নিচ্ছেন। নীরাজকে দেখতে হাসপাতালেও গেছেন তারা।
আমির খান অভিনীত 'রঙ্গিলা' ছবির চিত্রনাট্য লিখে বলিউড অভিষেক নীরাজের। এরপর 'একেলে হাম একেলে তুম', 'চোরি চোরি চুপকে চুপকে', 'হেরা ফেরি'সহ জনপ্রিয় বেশ কয়েকটির ছবির চিত্রনাট্যকার কিংবা পরিচালকের ভূমিকায় দেখা গেছে তাকে। অভিনয় করেছেন 'ওয়েলকাম ব্যাক', 'বোল বচ্চন'এর মতো বহু জনপ্রিয় ছবিতে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা