শাহরুখ খানের ‘রইস’ ছবিটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। ইতোমধ্যেই ছবিটির ট্রেইলার দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। ট্রেলারটি এতটাই জনপ্রিয় হয়েছে যে এরই মধ্যে এই ট্রেইলারটি কেন্দ্র করে অনেকগুলি মজার ভিডিও তৈরি হয়ে গিয়েছে। তবে তার সবচেয়ে জনপ্রিয় হয়েছে রোনালদো ও মেসিকে নিয়ে নির্মিত ভিডিওটি।
ভিডিওতে শাহরুখ খানের ভুমিকায় রোনালদো বলছেন, ‘আম্মি-জান ক্যাহতি থি, কোই ধান্দা ছোটা নেহি হোতা। অউর ধান্দে সে বড়া কোহই ধরম নেহি হ্যায়’।
তার উত্তরে নওয়াজউদ্দিন সিদ্দীকির ভুমিকায় মেসি বলছেন, ‘জিসকো তু ধান্দা বোলতা হ্যায় না, ক্রাইম হ্যায় ও।’ সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭