‘দঙ্গল’ ছবিটি ভারতের ইতিহাসের সর্বকালের সফলতম হয়ে ওঠার জন্য সবদিক দিয়েই এগিয়ে চলেছে। মিস্টার পারফেকশনিস্ট আনির খানের ছবি বক্স অফিসে রেকর্ড করবে, এটাই স্বাভাবিক।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স আমির জানালেন, বলিউডের প্রতিযোগিতার বিষয়ে আমি নিজেকে ছাড়া আর কাউকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি শুধু নিজের সঙ্গে প্রতিযোগিতা করি। আমি কখনোই শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার কিংবা অন্য কারও সঙ্গে আমার দিক থেকে কোন প্রতিযোগিতা নেই।’
অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে আমির বলেন, ‘আমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করিনি। আমি কখনোই এটাকে প্রতিযোগিতা মনে করি না এবং আমি বিশ্বাস করি মিস্টার বচ্চন আমার থেকে অনেক বড় মাপের একজন অভিনেতা। আমি সেটাই করব যেটা ছবির কারণে আমাকে করতে হবে।’
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭