গতকাল শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমণি ও বাপ্পি। বেশ কয়েকটি গণমাধ্যমে খবর উঠে এসেছে যে, কোথাও কোথাও দর্শক রীতিমতো বেশি টাকা খরচ করে দেখছেন এই ছবিটি।
রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলে খোঁজ নিয়ে জানা গেল, শুক্রবার প্রেক্ষাগৃহ ছিল হাউসফুল! তবে কেউ কেউ এটাও অভিযোগ করেছেন যে, ১০ টাকা বেশি দিয়ে টিকেট করেছেন।
এ বিষয়ে হল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত দর্শক চাহিদায় কিছুটা লাভের মুখ দেখছে তারা। গত দুই সপ্তাহে যে লস হয়েছে তা পোষাতেই এই সিদ্ধান্ত। আসলে ছবি ভালো চললে মাঝে মাঝে একটু দাম বেশি রাখার চেষ্টা করা হয়। তবে জোর করে ১০ টাকা বেশি আদায় করা হচ্ছে না। খুশি মনে দিতে চাইলে নেয়া হচ্ছে।
একই চিত্র দেখা গেছে পূর্ণিমা সিনেমা হলে। শুক্রবার সন্ধ্যায় ডিসি ও প্রথম শ্রেণি ছিল কানায় কানায় পরিপূর্ণ, দ্বিতীয় শ্রেণিও ছিল প্রায় ভরা।
হলের ম্যানেজার বলেন, ‘দর্শক আর আগের মতো হলে আসতে চায় না। এই ছবিটি যারা দেখছে, সবাই ভালো বলছে। ছবিটির কাহিনীও বেশ ভালো বলে জানাচ্ছে তারা। গত সপ্তাহের লস কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছি। তাই ৫০ টাকার টিকিট ৬০ টাকায় বিক্রি করছি।'
এদিকে পরিচালক ওয়াকিল আহম্মেদ বলেন, 'বেশির ভাগ ছবিতে পরীমণির বাহ্যিক সৌন্দর্য্যকে তুরে ধরা হয়েছে। অথচ সুপ্ত আগ্নেয়গিরির মতো তার মাঝে অভিনয় প্রতিভা লুকিয়ে ছিল যা এ ছবিটিতে বিস্ফোরিত হয়েছে। এক কথায় বলতে গেলে, তার সুন্দর চেহারায় যে সুন্দর অভিনয় গুণও রয়েছে এটা এ সিনেমার মধ্যে দর্শক শতভাগ খুঁজে পাচ্ছেন। এছাড়া চরিত্রের সঙ্গে পরী অনেক সুন্দরভাবে মিশে যেতে পেরেছে।'
অন্যদিকে পরীমণি বলেন, এ ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক। প্রথমদিন যে সাড়া পেলাম তাতে অভিভূত। চলতি বছরে ঢালিউডের মুক্তি পাওয়া প্রথম ছবি এটি। তাই ফিল্মপাড়ার মতো আমারও প্রত্যাশা আকাশচুম্বী। আর দর্শকরাও আশা করি এই প্রত্যাশায় সাড়া দিচ্ছেন।
'কত স্বপ্ন কত আশা' ছবিটিতে পরীমণি ও বাপ্পি ছাড়া আরও অভিনয় করেছেন শতাব্দি ওয়াদুদ, ডিজে সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম