সনি টিভির আসন্ন সিরিয়াল দ্য ড্রামা কোম্পানিতে থিয়েটার দলের মালিকের ভূমিকায় দেখা যাবে ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। আর সেই সিরিয়ালে তাকে কি রকম দেখা যাবে তার একটা লুক প্রকাশ পেয়েছে।
থিয়েটার কোম্পানির মালিক মিঠুন তাঁর দলের হয়ে অভিনয়ের জন্য ভাড়া করবেন কৃষ্ণা অভিষেক, আলি আসগর, সুদেশ লেহরি, সুগন্ধা মিশ্র ও সঙ্কেত ভোঁসলেকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, শিল্পীদের ফিল্মে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দলে টানবেন মিঠুন। তবে এসব শিল্পীরা তার সঙ্গে কাজ কলেও নিজেদের মধ্যে বনিবনা হবে না। আর এভাবে এগিয়ে যাবে দ্য ড্রামা কোম্পানির কমেডি।
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৭/মাহবুব