আমির খান অভিনীত সিনেমা ‘দাঙ্গাল’-এর জয়জয়কার এখন পুরো বিশ্বেই। ওই সিনেমায় মহাবীর সিং ফোগাতের ভূমিকায় অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি।
অন্যদিকে বক্স অফিস মাত করা সিনেমাটির আয়ের ঝুলিও পূর্ণ হয়েছে। এরই মধ্যে ছবির আয় ছাড়িয়েছে ৭০০ কোটি রুপি।
দাঙ্গালের সফলতার পর এবার আরেকটি বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন বলিউডে মি.পারফেকশনিস্ট। ভারতের মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করবেন তিনি।
সিদ্ধার্থ রয় কাপুরের নতুন প্রডাকশন হাউজ রয় কাপুর ফিল্মের (আরকেএফ) প্রথম ছবি হবে এটি। আমির খান এই মুহূর্তে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফও।
উল্লেখ্য, আমির খানকে নিয়ে রাকেশ শর্মার বায়োপিক আরকেএফ থেকে প্রথম সিনেমা হলেও বিজেন্দ্র সিং নামের এক ভারতীয়র ওপরও ছবি নির্মাণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে রয় কাপুর ফিল্মের পক্ষ থেকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ ই জাহান