দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে শাকিল খান। পরিবার ও ব্যবসা নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি তারই নামে ভুয়া একটি ফেসবুক আইডি থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে 'আপত্তিকর' একটি স্ট্যাটাস দেয়া হয়েছে।
শাকিল খান বলেন, ফেসবুকে আমার একটিমাত্রই আইডি আছে। এর বাইরে আমার নামে বিভিন্ন যে ফেসবুক আইডি আছে তা ভুয়া। সেখান থেকে যদি কেউ কোনরকম মানহানিকর বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন তার দায়ভার আমার নয়। এরসাথে আমি কোনভাবেই জড়িত নই।
বিডি প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ফারজানা