বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে মেয়াদ শেষ হওয়ার আগে কেন মুক্তি দেওয়া হলো- তার ব্যাখ্যা চেয়েছে বম্বে হাই কোর্টের বিচারপতি আর এম সাভান্ত ও বিচারপতি বিচারপতি সাধনা যাদবের ডিভিশন বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে মহারাষ্ট্র সরকারকে এ বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার মামলার শুনানিতে সাজার মেয়াদ শেষ হওয়ার আগে কেন সঞ্জয়কে মুক্তি দেওয়া হল, সরকারি আইনজীবীকে তার ব্যাখ্যা দিতে বলেন বিচারপতি। পরে হলফনামা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান মহারাষ্ট্রের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আশুতোষ কুম্ভাকোনি।
১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। ভালো আচরণের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৮ মাস আগেই তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার।
বিডি প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ফারজানা