হুড খোলা ফেরারি ছুটে যাচ্ছে প্রচণ্ড গতিতে। তিনি চালকের পাশের আসনে। সেই পরিচিত মুখে, পরিচিত হাসি। সেই ফেরারিতে বসেই বিদেশের মাটিতে প্রথম সেলফি ভিডিও তুললেন সুপারস্টার রজনীকান্ত।
বেশ কিছু দিন ধরেই শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল রজনীকান্তের। ‘কাবিল’ ও ‘২.০’ ছবির টানা শুটিং করার পর থেকেই নানা রকম সমস্যায় ভুগছিলেন এই তারকা। সেই কারণেই বুধবার রাতে মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে আমেরিকায় পাড়ি দিয়েছেন তিনি। উদ্দেশ্য মেডিক্যাল চেকআপ। সমস্ত কাজ সেরে জুলাইয়ের মাঝামাঝি হয়তো দেশে ফিরতে পারেন নায়ক বলে জানা গেছে।
ভিন্দেশে গিয়ে ফেরারি চড়ে একটু ঘুরতে বেরিয়েছিলেন নায়ক। তখনই ভিডিওটি রেকর্ড করেন তিনি। তবে ভিডিও রেকর্ডের আগে রজনীকে বলতে শোনা যায়, ‘লাল বোতামটা টিপতে হবে, তাই তো?’ বোঝাই যায়, ভিডিও রেকর্ডিং-এ তিনি খুব একটা সড়গড় নন।
বিডি-প্রতিদিন/ ৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২