রণবীর কাপুর ফের প্রেমে পড়েছেন। তবে এবার নাকি কোনও নায়িকা নয়, একদম সাধারণ ঘরের এক মেয়ের প্রেমে পড়েছেন তিনি। আর এই মেয়েকে সঙ্গে করেই নাকি জগ্গা জাসুসের প্রোমোশনে যাচ্ছেন রণবীর। তবে এই মেয়েটি সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি রণবীর।
অনুরাগ বসু পরিচালিত জগ্গা জাসুস ছবি নিয়ে বিস্তর আলোচনা। একে তো এই ছবির শ্যুটিং চলাকালীন সময়ে ব্রেকআপ হয় রণবীর-ক্যাটরিনার। এমনকি এই ব্রেকআপের জেরে সিনেমার শ্যুটিংও আটকে গিয়েছিল। ফিল্ম মুক্তি নিয়েও কম পানিঘোলা হয়নি। তবে শেষমেশ জুলাইতেই মুক্তি পাচ্ছে জগ্গা জাসুস।
বিডি-প্রতিদিন/ ৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮