বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রন্ধনশিল্পী নাদিয়া হোসাইন নতুন একটি টিভি অনুষ্ঠান করছেন। আট পর্বের ওই সিরিজ অনুষ্ঠানটি প্রচার করবে বিবিসি। এতে পুরো ব্রিটেন চষে বেড়াতে দেখা যাবে নাদিয়াকে।
নাদিয়া দেখা করবেন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান সেই ব্যক্তিদের যারা ব্রিটিশ খাদ্যভাণ্ডারকে সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছেন। ভ্রমণের অভিজ্ঞতা থেকে নাদিয়া কিছু আইটেম রান্না করে দেখাবেন। আর তাতে তার নিজস্বতা তো থাকবেই।
'নাদিয়া’স ব্রিটিশ ফুড অ্যাডভেঞ্চার' শীর্ষক আট পর্বের টিভি সিরিজটির চুম্বক অংশ নিয়ে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছাড়া হয়েছে। সূত্র : রেডিও টাইমস
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা