অস্ট্রেলিয়ায় আজ ‘হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ’ শীর্ষক এক কনসার্টে অংশ নেবেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও তার ছেলে হাবিব ওয়াহিদ। সিডনির মারানা অডিটেরিয়ামে কনসার্টটি হওয়ার কথা। এছাড়া আগামী ১৫ জুলাই ব্রিসবেনে আরও একটি কনসার্টে অংশ নেবেন তারা।
দুটি আয়োজনে হাবিবের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন জালাল আহমেদ, মিথুন চক্র ও ফয়সাল আহমেদ তানিন। কনসার্টের আয়োজক বাংলাদেশি আইডল সিডনি।
এদিকে, অস্ট্রেলিয়া থেকে ফিরেই হাবিব মুক্তি দিতে যাচ্ছেন তার নতুন গান ‘গোলাপের দিন’। গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটির লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা