দেশের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে 'অন্তর জ্বালা'। ছবিটি মুক্তির আগেই পরিচালক মালেক আফসারী বলেছিলেন, ১৭৫ হলে সিনেমাটি মুক্তি দেবেন। শেষ পর্যন্ত ১৭৫ হলেই শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে শাকিব খানের ছবি 'রাজা বাবু' সর্বোচ্চ সংখ্যক ১৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
'অন্তর জ্বালা' ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান। পরীমণি অভিনয় করেছেন সোনা চরিত্রে। প্রয়াত চিত্রনায়ক মান্নার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ।
মালেক আফসারী পরিচালিত ২৪তম চলচ্চিত্র 'অন্তর জ্বালা'। ছবিটি পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা