ক্যামেরায় ধরা পড়ল পপ গায়ক জাস্টিন বিবার এবং তার বর্তমান প্রেমিকা সোফিয়া রিচির এক অন্তরঙ্গ মূহুর্ত৷ জনসমক্ষেই ঘনিষ্ঠটায় লিপ্ত হতে দেখা গেল দুই জনকে৷ ছবিতে দেখা যায়, সমুদ্রের ধারে প্রেমিকার সঙ্গে উদ্দাম ঘনিষ্ট অবস্থায় রয়েছেন জাস্টিন।
সূত্রের খবর, সেফিয়ার ১৮তম জন্মদিন সেলিব্রেট করতেই ইউএসএ গিয়েছিলেন জাস্টিন৷ সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদের পর, বর্তমানে তিনি ডেট করছেন সোফি রিচি নামের এক অষ্টাদশীর সঙ্গে। বেশ কিছুদিন ধরেই জাস্টিন তার বান্ধবীর সঙ্গে তার সোশ্যাল নেটওয়ার্কে অনেক ছবিও আপলোড করছিলেন।
এরপর অনেকেই “প্রতারক” বলেও কটাক্ষ করতে থাকে তাকে৷ আর এমন অপমানে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন। আর তার পর থেকেই পাপারাৎজিরা জাস্টিনের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আর তখনই এমন এক কান্ড ধরা পড়েছে এক ভক্তের ক্যামেরায়৷ আর সেই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর