হলিউডের যৌন নিগ্রহের কাহিনি ক্রমশই যেন প্রকাশ্যে আসছে ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কিংবদন্তি চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ৷
স্পিলবার্গ জানিয়েছেন, তিনি অবাক হননি ৷ এমন ঘটা কত বছর ধরে চলছে তা তার পক্ষে বলা সম্ভব নয়৷ কিন্তু চলচ্চিত্রের জগতের গ্ল্যামারের হাতছানি এবং অভিনেত্রী হওয়ার প্রবল আকাঙ্খার জেরে হলিউডে এমন ফাঁদ পাতা রয়েছে৷ ফলে অনেক সময়ে গোপনে থেকে যায় অনেক যৌন কেলেঙ্কারি৷
গত অক্টোবরে এক অভিনেত্রী প্রযোজক হার্ভে উইনস্টেইন বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ আনেন৷ তার পর এই ধরনের একাধিক অভিযোগ সামনে আসে৷ ফলে এক সন্দেহের বৃত্তে এসে পড়েছে হলিউডের প্রযোজক মহল৷
সেই সাক্ষাৎকারে স্পিলবার্গ মেনে নিয়েছেন , পর্দার আড়ালে হওয়া এই সব ঘটনা সহজে প্রকাশ্যে আসে না৷ তবে এখন পরিস্থিতি বদলেছে বলে মনে করছেন তিনি৷ তার কথায়, মহিলারা সাহস করে বলছেন বলেই এ নিয়ে সোরগোল উঠেছে যেটা আগে দেখা যেত না৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর