'দেবী' দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। এবার আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। ছবির নাম 'ফুড়ুৎ'। শনিবার ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন,
সগৌরবে ৫০তম দিন পূর্ণ হলো ‘দেবী’র। এই যাত্রাপথে যারা আমাদের সঙ্গী ছিলেন, সবার প্রতি রইলো অশেষ ধন্যবাদ। আমাদের পুরো ‘দেবী’ চলচ্চিত্র পরিবার, পরিবেশক জাজ মাল্টিমিডিয়াকে জানাই বিশেষভাবে অভিনন্দন। 'সি তে সিনেমা' সাফল্যের এই যাত্রাপথ ধরে রাখতে চায় প্রতি বছর।
বাংলা চলচ্চিত্রের দর্শকদের নিয়মিতভাবে শিল্পমান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে চায়। আর এই ধারাবাহিকতায় ২০১৯ সালে নতুন চলচ্চিত্র নিয়ে আসছি আমরা। ‘দেবী’কে দেশ-বিদেশের যে অগণিত দর্শকরা ব্যবসাসফল চলচ্চিত্রের কাতারে শামিল করেছেন, যেসব দর্শক-প্রদর্শক-হল মালিক-বিজ্ঞাপনদাতা-শিল্পী-কলাকুশলী-সাংবাদিক ভাই-বোনেরা ‘দেবী’র পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকের বিশেষ দিনে জানাতে চাই “সি তে সিনেমা”র নতুন চলচ্চিত্রের নাম: 'ফুড়ুৎ'
বিস্তারিত জানাচ্ছি শিগগিরই...
বিডি প্রতিদিন/ফারজানা