ফিরোজ কবীর ডলার পরিচালিত 'খলনায়ক' নাটকের প্রচার শুরু হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানভীর। নাটকের নাম খলনায়ক হলেও এখানে নায়ক তানভীর। একজন স্বপ্নভাঙা প্রেমিকের গল্প, পিতার মতাদর্শের বাইরে গিয়ে বখে যাওয়া ছেলের গল্প নিয়ে খলনায়ক নাটকটি রচনা করেছেন জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজ। এখানে তার চরিত্রের নাম রুমি, যে মধ্যবিত্ত পরিবারে সন্তান হয়েও দ্রুত বড় লোক হওয়ার আশায় অন্ধকার জগতে পা রাখে। পরিবারের চেষ্টায় সে সঠিক পথে ফিরে এলেও একটা মেয়ের কারণে আবার নষ্ট পথে চলে যায়।
পুরোপুরি মৌলিক গল্পের নাটক এটি। একেবারে ফিল্মি টাইপের। খলনায়ক নাম নেতিবাচক হলেও এখানে প্রেম কাহিনীর গল্প রয়েছে। তানভীর ছাড়াও খলনায়ক নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ঈশানা খান, ফলজুর রহমান বাবু, সানজিদা তন্ময়, শিল্পী সরকার অপু, লায়লা হাসান, আল মামুন, রোদেলা, নিকি প্রমুখ। মেগা সিরিয়ালটি দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এটি প্রচার হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব