২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'রামলীলা' ছবি। পরিচালক সঞ্জয় লীলা ভংশালী। এই ছবির শুটিংয়েই পোক্ত হয়েছিল দীপ-বীর এর সম্পর্ক। বাকিটা ইতিহাস।
আপামর জনতা এই যুগলের বিবাহর মুহূর্ত উপভোগ করেছে। তবে বিয়ের আগে কোনও ভাবেই এই দুই জুটি তাদের ব্যক্তিগত সম্পর্ককে সামনে আসতে দেয়নি। শুধু কানাঘুষা গল্প শোনা যেত বলিউডের অন্দরে।
এবার এই যুগলের একটি পোস্টার শুটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক সঞ্জয় লীলা ভংশালীর ‘রামলীলা’-র পোস্টার শুটের ভিডিও। এই ভিডিও দেখলেই আন্দাজ করা যায় প্রেমে মগ্ন ছিলেন দীপ-বীর।
এখন তারা নিজেদের কাজে ফিরে এসেছেন। দীপিকা তার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত, অন্যদিকে রণবীর তার ছবি ‘সিম্বা’-র প্রোমোশন করে চলেছেন। তবে নেটিজেনদের কাছে এই জুটির যে কোনও খবরই ভাইরাল হয়ে যায়।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৯/আরাফাত