নতুন নাটকে অভিনয় করলেন গোলাম কিবরিয়া তানভীর। এই নাটকের নাম 'আমি, তুমি এবং বিয়ে'। মুনতাহা বৃত্তার রচনায় এবং এল আর সোহেলের পরিচালনায় নাটকটির শুটিং গতকাল শেষ হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, তানভীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিয়ের আগে হঠাৎ তানভীর কিডন্যাপ হন। একজন মেয়ে তাকে কিডন্যাপ করেন।
তারপর জানান, যার সঙ্গে তানভীরের বিয়ে হতে যাচ্ছে ওই পাত্রীকে যেন বিয়ে না করেন। আরেক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত। তিশার এমন হুকুমে তানভীরের মনে জিদ আসে। সে ঠিক হওয়া বিয়ে ভেঙে কিডন্যাপার মেয়েকে বিয়ে করতে চান। অনেক ঘটনার পর তানভীরের সঙ্গে তিশার বিয়ে হয়। এরপর গল্পের মোড় নেয় অন্যদিকে।
চলতি মাসেই এটিএন বাংলায় প্রচার হবে 'আমি, তুমি এবং বিয়ে'। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইপসা, আজম খান, পীরজাদা শহীদুল, কানিজ হোসেন, শেখ স্বপ্না প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা