ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করানোর পর ভারতে ফিরে এসেছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। এখনও পুরোপুরি সুস্থ নন, তবে অনেকটাই সেরে উঠেছে রোগ। এমনই দাবি অভিনেত্রীর পরিবারের।
এবার দীর্ঘদিন পরে ফের ক্যামেরার সামনে দেখা গেল তাকে। ফের শ্যুটিং শুরু করেছেন সোনালি। সেই কাজের একটি মুহূর্তের ছবি পোস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সোনালি। ছবির নীচে লিখেছেন দীর্ঘ দুঃসময়ের পর পর যে কাজে ফিরতে পারব ভাবতে পারিনি। আজ ক্যামেরার সামনে আবার একবার দাঁড়াতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে।
ইনস্টাগ্রামের ছবিতে দেখা গিয়েছে একটি সাদা রঙের পোশাকের উপর ডেনিমের ক্যাকেট পরে সিঁড়ির উপর বসে আছেন সোনালি। পায়ে স্নিকার। আর সিঁড়ির প্রতিটি ধাপে লেখা রয়েছে উদ্দীপনাপূর্ণ বার্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর