বলিউড বাদশা শাহরুখ খান ও অক্ষয় কুমারকে যদি একসঙ্গে অভিনয় করতে দেখেন তাহলে আপনার কেমন লাগবে? অন্য সিনেমাপ্রেমীদের মতো খুশি হবেন আপনিও। তবে খুব অসম্ভব কিছু না ঘটলে তা হওয়ার সম্ভাবনা খুব কম। তাদের মধ্যে সম্পর্ক খারাপ তা কিন্তু নয়। তাহলে তাদের কেন একসঙ্গে অভিনয় করতে দেখা যায় না? সেই রহস্য সম্প্রতি ভেদ করেছেন স্বয়ং শাহরুখ খান।
শাহরুখ ও অক্ষয়, দু’জন দু’ধরনের জীবনধারায় অভ্যস্ত। অক্ষয় যদি ভোরের পাখি হন, তাহলে শাহরুখ নিশ্চিতভাবে রাতের পাখি। প্রধানত এ জন্যই তাদের একসঙ্গে দেখা যায় না কোনো সিনেমায় অভিনয় করতে।
সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কিং খানকে প্রশ্ন করা হয়। উত্তরে শাহরুখ বলেন, ‘‘আমি কী করে এ কথার উত্তর দেব? আমি ওর মতো অত সকালে উঠতে পারি না। আমি যখন ঘুমোতে যাই তখন ঘুম থেকে উঠে পড়ে ও।’’
এরপরই শাহরুখ নিজেকে নিশাচর বলেছেন। তবে শাহরুখ বলেছেন, ‘‘আমি আর অক্ষয় একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করলে শুটিংয়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। কারণ কখনওই আমাদের সেটে দেখা হবে না। কারণ একজন শুটিং শেষ করে বাড়ি চলে গেলে অন্যজন শুটিংয়ের জন্য আসবেন।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর