দেবসহ টলিউডের অনেকে তারকাই রাজনীতিতে যোগ দিয়েছেন। তবে জনপ্রিয় অভিনেতা জিৎকে সেখানে দেখা যায়নি। এর কারণ হিসেবে জিৎ জানিয়েছেন, তিনি রাজনীতি বোঝেন না।
জিতের ৬ বছর বয়সী মেয়ে নবন্যা তাকে বোকা ভাবে বলেও জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, নবন্যা আমাকে বলে, তুমি বোকা। সেটা অবশ্য সিনেমা দেখে নয়, ও মনে করে তার বাবা অপদার্থ! আর আমি এই বোকা হওয়াটাই ভালোবাসি।
জিৎ আরও বলেন, আমি শিক্ষার্থী। প্রতিনিয়ত শিখছি। জীবনের নতুন নতুন দিক আবিষ্কার করতে চাই। প্রযোজনা করছি, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই, বিভিন্ন ধারনা নিয়ে ভাবা, যা থেকে ছবি হতে পারে। এমন কিছু ধারনা যা শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকবে না, এমনকি, তা দেশের সীমানাও ছাড়িয়ে যাবে... এ রকম কিছু কাজের উচ্ছাকাঙ্ক্ষা রাখি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা