আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস'র 'পরী: নট অ্যা ফেয়ারিটেল' ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও পরমব্রতর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।
জানা যাচ্ছে, আনুশকা প্রযোজনার সংস্থার পরবর্তী ছবিতে ফের দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্য়ায়কে। যদিও এই ছবিতে আনুশকা নিজে অভিনয় করছেন না। ছবিটির পরিচালনা করবেন আরও এক বাঙালি অনভিতা দত্ত। যিনি বলিউডের আরও এক হিট ছবি 'কুইন' এর ডায়ালগ লিখেছিলেন।
তবে শুধু পরব্রত আর অনভিতাই নন, এই ছবিতে পরমব্রতর বিপরীতে যিনি অভিনয় করবেন তিনিও বাঙালি। ইনি আর কেউ নন, কঙ্গনা সেন শর্মা। পাশাপাশি ছবিতে আরও এক বাঙালি অভিনেতা রাহুল বোসকেও দেখা যাবে বলে জানা গেছে। তবে কবে থেকে ছবির শ্যুটিং শুরু হচ্ছে তা অবশ্য জানা যায়নি।
সম্প্রতি আরও একটি বলিউড ছবি 'পিন্ড দান' ছবিরও শ্যুটিং শেষ করেছেন পরমব্রত। যে ছবির পরিচালনা করেছেন সীমা ফাওয়া। এই ছবিতে পরমব্রতর পাশাপাশি দেখা যাবে বিনয় পাঠক, বিক্রান্ত ম্যাসে। মনোজ ফাওয়া। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের শাহজাহান রিজেন্সিতেও দেখা গেছে পরমব্রতকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ